সাম্যক ধারেওয়া ২য় সংসদ কাপ ছিন্দওয়ারা রাপিড রেটিং ওপেন ২০২৫ চ্যাম্পিয়ন

FM সাম্যক ধারেওয়া ও কর্তব্য অনাদকাত দুজনেই অপরাজিত থেকে ৮ পয়েন্ট করেন দ্বিতীয় সংসদ কাপ ছিন্দওয়ারা রাপিড রেটিং ওপেন ২০২৫। সাম্যকের টাই-ব্রেক স্কোর ভালো হওয়ার দরুণ উনি চ্যাম্পিয়ন হন। কর্তব্য দ্বিতীয় স্থান অধিকার করেন। পাঁচজন খেলোয়াড় - রুদ্র মহেন্দ্র ধলে, FM ভৈভব জয়ন্ত রাউত, অভয় বান্দেওয়ার, সুমিত সিক্কা ও CM ঐশ্বীন ড্যানিয়েল প্রত্যেকেই ৭.৫ পয়েন্ট করেন। টাই-ব্রেক অনুযায়ী তাঁহারা তৃতীয় থেকে সপ্তম স্থান অধিকার করেন। মোট পুরস্কার মূল্য ছিল ₹২০০০০০। প্রথম তিনটি পুরস্কার ছিল ₹২৫৫০১, ₹২০০০০ ও ₹১৫০০০ সঙ্গে একটি করে ট্রফি। ছিন্দওয়ারা জেলা ও ক্রীড়া উন্নয়ন সংস্থা এই দুইদিনব্যাপী নয় রাউন্ড রাপিড রেটিং ওপেন টুর্নামেন্টের আয়োজন করেছিলেন নতুন পাঞ্জাব লন, ছিন্দওয়ারা, রাজস্থান ১৩ই ও ১৪ই সেপ্টেম্বর ২০২৫। ইহা সাম্যকের বছরের প্রথম রেটিং টুর্নামেন্টে বিজয়।