মিত্রাভ গুহ কমনওয়েলথ ব্লিৎজ ২০২৫ ওপেন স্বর্ণপদক জয়
15/12/2025 - WGM সৃজা শেষাদ্রি, WGM মেরি এন গোমস ও IM নিশা মোহতা এই তিনজনের প্রত্যেকেই ৫.৫ পয়েন্ট করে সোনা, রূপা ও ব্রোঞ্জ পদক পান মহিলা বিভাগে। ভারত মোট ৩৫টি পদক (১৩টি স্বর্ণ, ১০টি রূপা ও ১২টি ব্রোঞ্জ) অর্জন করেন ক্লাসিকাল ও ব্লিৎজ event মিলিয়ে। GM মিত্রাভ গুহ অপরাজিত থেকে ৮ পয়েন্ট করে স্বর্ণ পদক পান ব্লিৎজ ইভেন্টে। GM দীপ সেনগুপ্ত পান রূপো ৭.৫ পয়েন্ট করে। GM প শ্যাম নিখিল টাই-ব্রেকে বাকি চারজনের থেকে এগিয়ে ব্রোন্জে পদক লাভ করেন ৭ পয়েন্ট করে। মৃত্তিকা মল্লিক অনুর্ধ-২০ বালিকা বিভাগে রূপো পান ৫ পয়েন্ট করে। ছবি: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫